জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

বর্ণর জন্যে (কিশোর কবিতা)


বর্ণ, তোমার জন্যে আমার এই কবিতা
এই কবিতার ছন্দ এবং শব্দরা হোক তোমার মিতা
তোমার এখন মন ভাল নেই
বুকের ভেতর দুঃখের ধোঁয়া
সে ধোঁয়া তো কেউ দেখে না
হাত দিয়ে তা যায় না ছোঁয়া।

সে ধোঁয়া কি কৃষ্ণচূড়া ফুলের মত টকটকে লাল
বুকের সবুজ বৃক্ষ হতে লক্ষ-কোটি পাপড়ি মেলে
কিংবা ভীষণ মেঘের মত শান্ত নীলের মস্ত আকাশ
এক নিমেষেই ঢেকে ফেলে?
বর্ণ, তুমি এখন বোঝ
তাই তো সাগর ফুঁসে ওঠে, লোনা পানির জোয়ার জাগে
জীবন খাতার পাতায় তুমি
গানের সঠিক ছন্দ খোঁজ।

ছন্দ কোথায়? বর্ণ, এখন এই পৃথিবী ছন্দ বিনে
হাজার মণী বোমার ঘায়ে ভালবাসার পাপড়ি ছেঁড়া
তোমার মত সোনার কিশোর কাঁদছে দেখো ফিলিস্তিনে
বর্ণবাদী আফ্রিকার ওই কালো শিশুর রক্ত ফোঁটা
নিচ্ছে লুটে পিশাচেরা
লক্ষ কিশোর বাবাহারা
তোমার মত, মাও হারা।

বর্ণ, তোমার হাতে কলম?
এই কলমই দুখের মলম
এই কলমের মুখে ফোটাও বুকের সকল আকুলতা
এই কলমে দুঃখ ভাসুক
বৃষ্টি হয়ে কান্না আসুক
নিরেট আঁধার আলোয় হাসুক
ভাঙুক অটল নীরবতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন