জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

মায়াবী দিনের খাতা (কিশোর কবিতা)

শুকতারা উঠে বলল, 'হে রাত শোনো
তোমার ময়লা চাদর গুটিয়ে নাও
সোনালি সূর্য ফোটার সময় হলো
এইবার তুমি চলে যাও, চলে যাও।'


'চলে যাও তুমি, উঠুক পাখিরা জেগে
কই গো পাখিরা, এখনো ভাঙেনি ঘুম?
গান গেয়ে ওঠো; পুবালি বাতাস এসো
ফুলকলিদের গালে এঁকে দাও চুম।'


'চুম্বনে শিহরিত হোক বনলতা
পুলকে কাঁপুক ঘাসের মিহিন পাতা
জাগুক নদীতে ঢেউয়ের লুটোপুটি
পৃথিবী মেলুক মায়াবী দিনের খাতা।'

'পৃথিবী মেলবে মায়াবী দিনের খাতা,'
বলল পাখিরা। 'যাও রাত সরে যাও।'
সায় দিল তাতে পুবালি বাতাস, নদী
'নাও রাত, তুমি চাদর গুটিয়ে নাও।'


বনলতা দুলে উঠল, ঘাসের মুখে
ফুটল ভোরের শেফালী হাসির কণা
বাইরে বেরোল আলোকের ছেলেমেয়ে
বলে, 'রাত গেল, আর ঘরে থাকব না।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন