জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

নাম তার সুরবানু (কিশোর কবিতা)


নাম তার সুরবানু, এ গাঁয়ের মেয়ে সে
এ গাঁয়ের মায়া যেন বাড়িয়েছে সে এসে
পুঁইপাতা রঙ আর
লাউলতা ঢঙ তার
বাতাসের সাথে দোলে যেন দোলা পেয়ে সে;
নাম তার সুরবানু, এ গাঁয়ের মেয়ে সে
#
কী মোহন ঝলমল
টলমল টলমল
চোখ তার, মুখখানি লাবণ্যে ঢলমল;
তার চুল তুলতুল, এলোমেলো চঞ্চল
তার শাড়ি ওড়ে লাল বাতাসের অঞ্চল
তার হাসি যেন ঘাসফুলদের ঝিলমিল
তার খুশি নেচে ওঠে, হেসে ওঠে খিলখিল।
স্বপ্নিল ফুল আর পাখিদের চেয়ে সে
নাম তার সুরবানু, এ গাঁয়ের মেয়ে সে।
#
এ গাঁয়ের ধানক্ষেতে বাতাসের ঝিরঝির
বাঁশবনে কচি পাতা নেচে ওঠে তিরতির;
লাল লাল বটফল ঝরে পড়ে টুপটাপ
সোনারোদে আকাশের মুখ ভারী চুপচাপ;
আনমনে বুনোফুলে ভোমরার গুঞ্জন
বিমোহিত চারদিক উন্মন উন্মন
তার সাথে মেতে থাকে নেচে আর গেয়ে সে
নাম তার সুরবানু, এ গাঁয়ের মেয়ে সে।
#
তার মুখ পানপাতা, শিশিরের টলমল
তার পায়ে নদী বাজে কলকল কলকল;
তার কথা দোয়েলের মোলায়েম শিসটি
তার অভিমানভরা আষাঢ়ের বৃষ্টি
তার মন সাতরঙা রঙধনু সৃষ্টি;
#
সাতরঙা রঙধনু এ গাঁয়ের মেয়ে সে
তার হাসি খুশি আহা, কেড়ে নেয় কে এসে?
সুরবানু শহরে

২.
নাম তার সুরবানু, যে গাঁয়ের মেয়ে সে
 সে গাঁয়ের হাসিখুশি কেড়ে নেয় কে এসে?
দুই চোখ জলে ভরে
আঁকাবাঁকা পথ ধরে
একদিন এক ঘুমভাঙা ধলপহরে
সুরবানু গ্রাম ছেড়ে চলে এল শহরে।

এ শহর চকচকে
রঙ মেখে ঝকমকে
আলো জ্বেলে উজ্জ্বল সপ্ত সুবর্ণা
ছড়িয়েছে আনন্দে উচ্ছল ঝরনা
আর  কালো কুচকুচে
চোখ থেকে জল মুছে
সুরবানু হেসে ওঠে
ঢেউ তুলে দুই ঠোঁটে
বলে-ও মা, এতগুলা লাল নীল বাত্তি
কারা জ্বেলে রেখেছে গো ? দিন নাকি রাত্তি....

দিন নাকি রাত্রিÑসুরবানু ভুলে যায়
আঁচলের স্বপ্নের গিঁঠগুলো খুলে যায়
লাল-নীল বাতিগুলো জ্বলে ওঠে লক লক
এ শহর গ্রাম নয়, ইটে কাঠে ঠক ঠক
এইখানে হাসি নেই, খুশি নেই, খালি রাগ
সারা পিঠে জেগে ওঠে নীলসিটে কালো দাগ।

এইখানে বাঁশপাতা কাঁপে না তো তির তির
বটপাতা মোলায়েম বাতাসের ঝির ঝির
শব্দের শিহরণে হয় না তো উন্মন
নেই বুনোফুলে নীল ভোমরার গুঞ্জন
সোনারঙ ধানক্ষেতে ঘাসফড়িঙের ঝাঁক
গুনগুনে মৌমাছি, টুপটুপে মধুচাক;
নেই নদী নিরবধি ঢেউয়ের কল কল
নেই পানপাতা মুখ লাবণ্যে ঢলমল
নেই ফুল প্রজাপতি দোয়েলের শিসটি
নেই অভিমানভরা আষাঢ়ের বৃষ্টি;
সাতরঙা রঙধনু জ্বলে উঠে নিভে যায়
ডাকে যেন- সুরবানু, আয় বাছা ফিরে আয়!

ফিরে যাব? সুরবানু ভাবে- না না, যাব না
এ শহর ছেড়ে গেলে খাওন যে পাব না।!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন