জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ২ নভেম্বর, ২০১১

বৃষ্টি ঝরুক (কিশোর কবিতা)


বৃষ্টি ঝরুক বৃষ্টি ঝরুক
এবার তবে বৃষ্টি ঝরুক
মাথার ওপর গুমোট মেঘের
জমাট কঠিন পাহাড় নড়–ক
পায়ের নিচে পাথর জমির
খটখটে বুক ঘাসে ভরুক
ঝরঝরিয়ে বৃষ্টি ঝরুক।


বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
ঝিরঝিরিয়ে বৃষ্টি নামুক
পুবের হাওয়া দিক না দোলা
কালবোশেখির ঝাপ্টা থামুক
আকাশ হিমেল মেঘে ছেয়ে
তাল-সুপুরির পাতা বেয়ে
বাঁশবাগানে পাটের ক্ষেতে
অঝোর ধারায় বৃষ্টি নামুক
গুমোট মেঘের পাহাড় ঘামুক
আকাশ বেয়ে ঝরনা নামুক।


‘লু’ সাহারা বইছে করাল
জিহ্বা মেলে, নেই যে আড়াল
শাল-পিয়ালের সবুজ বনে
দলকলমির আস্তরণে
নেই ঢাকা মাঠ পুকুর নদী
ন্যাঙটো উদোম সমস্ত দেশ
হায় রে মাটির ঝলসানো বুক
পলিমাটির দেশে অসুখ
পুড়ছে মাটি-মানুষের বুক
এই আগুনের  নেই কী রে শেষ!


বৃষ্টি আসুক বৃষ্টি আসুক
বৃষ্টিতে মন-মাটি ভাসুক
কদম-কেয়ার পাপড়ি হাসুক
বৃষ্টি আসুক বৃষ্টি আসুক;
বৃষ্টিতে বান-বন্যা উঠুক
সাত সাগরের প্লাবন ছুটুক
নুহ নবীর কিস্তি বেয়ে
চিরকালের কোরাস গেয়ে
মানুষ যাবে নতুন চরের
সন্ধানে, আহ বৃষ্টি ঝরুক
ঝমঝমিয়ে বৃষ্টি ঝরুক।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন