জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

বেনামী বন্দর (কবিতা)

পাঁচজন অন্ধ বলে ওঠে, বাহ্, কী সুন্দর!’
পাঁচজন বধির বলে ওঠে, ‘চমৎকার, দারুণ বলেছ!’
পাঁচজন ল্যাঙড়া নেচে ওঠে, ‘হুররে হো!’
একজন রাজাকার ঊর্ধ্ববাহু-নারায়ে তকবীর...

একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বিছমিল্লাহ বলতে বলতে
আচমকা আর্তনাদ করে ওঠে, ‘দেখো, ওরা বেচে ফেলল...
পাঁচ হাজার চামচিকে ঝটপট করতে করতে
দশ হাজার ছুঁচো হুটোপুটি খেতে খেতে
আলোর তীব্র ঝলকানি থেকে চোখ বাঁচাতে বাঁচাতে
অন্ধকারে লুকোতে লুকোতে বলল, ‘হ্যাঁ হ্যাঁ, বেচে ফেলল...’
শুনে বুড়ো কবি দাড়িতে হাত বুলোতে বুলোতে মুচকি হেসে
অতঃপর ধ্যানমগ্ন হলেন
আর ঝাঁকড়া চুলের যুবক কবি, যার একহাতে শ্যামা
অন্য হাতে মোহাম্মদ, চেঁচিয়ে উঠল, ‘আরে আরে
ওরা মোহাম্মদকে কোথায় নিয়ে চলল?’

একটি টোবাকো পাইপ সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে
নিভে গেল
একজন লুইপা’ এবং একজন কা‎হ্নপা’
আচমকা নিজেদের নাম ভুলে গেল
একদল নিষাদ তাদের জলাভূমি আর ঝোপঝাড় ফেলে
মরুভূমি অভিমুখে প্রাণপণ দৌড় লাগাল।

পাঁচজন অন্ধ বলে ওঠে, বাহ্, সুন্দর তো!’
পাঁচজন বধির বলে ওঠে, ‘চমৎকার, আবার বলুন!’
পাঁচজন ল্যাঙড়া ধেই ধেই নাচতে থাকে, ‘হুররে হো!’
একজন রাজাকার ঊর্ধ্ববাহু-আল্লাহো আকবর...

স্তব্ধতার স্থিরচিত্র (কবিতা)


অতঃপর এক ফোঁটা স্তব্ধতা নেমে এসে
অকস্মাৎ বিস্ফোরিত হলো
আমি হিরোসিমার কথা ভাবলাম
নাগাসাকির কথা ভাবলাম
এখানে এতক্ষণ মানুষেরা কথা বলছিল
পাখিরা ডানা ঝাড়ছিল
এবং এখানে এখন সূর্য টুকরো টুকরো হয়ে
গলে যাচ্ছে কাচের মতোন।

এখানে এখন জন্ম ও পুনর্জন্মের মধ্যবর্তী
অনিশ্চিত অন্ধকার
ত্রিকালজ্ঞ ঋষির সঙ্গোপন অন্ধকার
এবং আমার চেতনায় ‘চরাচর’ নামক শব্দটি
যেরকম বিশালতায় ধরা দেয়, সেরকম
বিশালকায় মোষের মতো গর্জমান স্তব্ধতা
এরকম স্তব্ধতা কি ডুবনোন্মুখ চাঁদের সর্বশেষ বিন্দু
ফুল ঝরে পড়ার শেষতম মুহূর্ত
এরকম স্তব্ধতা তারার পাথর এবং
বৃরে পতনোন্মুখ হলুদ পাতা নাকি
এবং এরকম স্তব্ধতা কি চন্দ্রঘোনার নীল পাহাড়ের
অন্তরঙ্গ
আমাদের বহিরঙ্গ তার স্থিরচিত্রে
ভিন্নতায় ভিন্ন রূপায়নে।

অকস্মাৎ স্তব্ধতার পাথর বেয়ে
এক ফোঁটা অন্ধকার নেমে এসে বিস্ফোরিত হলো
প্রস্তর মূর্তির মুখে চোখের নরম আলো
বিস্ফোরিত হলো
আমি হিরোসিমার কথা ভাবলাম
নাগাসাকির কথা ভাবলাম
সেখানে তখন সূর্য টুকরো টুকরো হয়ে
গলে যাচ্ছিল।


বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

গল্প (কবিতা)


প্রথম গল্পই যদি মিথ্যে হয়
দ্বিতীয় গল্পের সত্য খোঁজে না মানুষ।

প্রথম গল্পের মিথ্যে আজীবন সত্য হলে
দ্বিতীয় গল্পের সত্য বোঝে না মানুষ।

গল্পের দ্বিতীয় নেই, অদ্বিতীয় জীবনের
একটি মাত্র গল্পে পরিশেষ।

সহস্র গল্পের শেষেও গল্পের সমাপ্তি নেই
জীবনের গল্প মানে হইল না শেষ

চন্দ্রাহত চোখ থেকে  হলুদ পাতার ভস্ম
ঝাড়তে ঝাড়তে বলল সে,
গল্প সত্য নয়।

ঘাসের ফুলের মত ফুটতে ফুটতে বলি আমি,
গল্পের মিথ্যে মানেই
মিথ্যে গল্প নয়।