জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

গল্প (কবিতা)


প্রথম গল্পই যদি মিথ্যে হয়
দ্বিতীয় গল্পের সত্য খোঁজে না মানুষ।

প্রথম গল্পের মিথ্যে আজীবন সত্য হলে
দ্বিতীয় গল্পের সত্য বোঝে না মানুষ।

গল্পের দ্বিতীয় নেই, অদ্বিতীয় জীবনের
একটি মাত্র গল্পে পরিশেষ।

সহস্র গল্পের শেষেও গল্পের সমাপ্তি নেই
জীবনের গল্প মানে হইল না শেষ

চন্দ্রাহত চোখ থেকে  হলুদ পাতার ভস্ম
ঝাড়তে ঝাড়তে বলল সে,
গল্প সত্য নয়।

ঘাসের ফুলের মত ফুটতে ফুটতে বলি আমি,
গল্পের মিথ্যে মানেই
মিথ্যে গল্প নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন