জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

স্তব্ধতার স্থিরচিত্র (কবিতা)


অতঃপর এক ফোঁটা স্তব্ধতা নেমে এসে
অকস্মাৎ বিস্ফোরিত হলো
আমি হিরোসিমার কথা ভাবলাম
নাগাসাকির কথা ভাবলাম
এখানে এতক্ষণ মানুষেরা কথা বলছিল
পাখিরা ডানা ঝাড়ছিল
এবং এখানে এখন সূর্য টুকরো টুকরো হয়ে
গলে যাচ্ছে কাচের মতোন।

এখানে এখন জন্ম ও পুনর্জন্মের মধ্যবর্তী
অনিশ্চিত অন্ধকার
ত্রিকালজ্ঞ ঋষির সঙ্গোপন অন্ধকার
এবং আমার চেতনায় ‘চরাচর’ নামক শব্দটি
যেরকম বিশালতায় ধরা দেয়, সেরকম
বিশালকায় মোষের মতো গর্জমান স্তব্ধতা
এরকম স্তব্ধতা কি ডুবনোন্মুখ চাঁদের সর্বশেষ বিন্দু
ফুল ঝরে পড়ার শেষতম মুহূর্ত
এরকম স্তব্ধতা তারার পাথর এবং
বৃরে পতনোন্মুখ হলুদ পাতা নাকি
এবং এরকম স্তব্ধতা কি চন্দ্রঘোনার নীল পাহাড়ের
অন্তরঙ্গ
আমাদের বহিরঙ্গ তার স্থিরচিত্রে
ভিন্নতায় ভিন্ন রূপায়নে।

অকস্মাৎ স্তব্ধতার পাথর বেয়ে
এক ফোঁটা অন্ধকার নেমে এসে বিস্ফোরিত হলো
প্রস্তর মূর্তির মুখে চোখের নরম আলো
বিস্ফোরিত হলো
আমি হিরোসিমার কথা ভাবলাম
নাগাসাকির কথা ভাবলাম
সেখানে তখন সূর্য টুকরো টুকরো হয়ে
গলে যাচ্ছিল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন