জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

শাদা শাড়ি ......ঘুম (কবিতা)

শাদা শাড়ি ভালোবাসে মেঘের মেয়েরা!


না-উত্তুর না-দখিনা বাতাস খুব গায়ে মেখে
আকাশের নীল বনে আঁচল ওড়ায়
বরষায় ওরা খুব কেঁদেছিল তুমুল আবেগে
পৃথিবী ভাসিয়েছিল
মেঘেরা কাঁদলে হাসে পৃথিবীর কাশবন
সবুজ যৌবন ফুল মাতাল বাতাস।
...নেপথ্যে ঝঙ্কার ওঠে বৈরাগীর খঞ্জনীতে
বেহাগ রাগিনী
যাহা শাদা তাহা সত্য, যাহা সত্য তাহা শাদা...
বিভ্রান্তির মেঘ
শাদা শাড়ি পরে ওড়ে আকাশের নীলে।


তুমুল তারুণ্য আর হিসেবি যৌবন খোঁজে
মেঘের সাতরঙ
মুহূর্তের বর্ণচ্ছটা অমোঘ হিসেবে লেখে
সচিত্র জীবন
শরতের শাদা মেঘ সারি বেঁধে উড়ে যায়
উত্তরের পথে
সেখানে শীতল ঘরে হিমায়িত ঘুম...
পেছনে আকাশ মাটি শীত গ্রীষ্ম বসন্ত বাহার
চক্রাবর্ত শাদা শাড়ি...ঘুম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন