জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

 ঘুড়িরা সুতোর টানে (কিশোর কবিতা)

তোমরা ওড়াও ঘুড়ি সোনালি বিকেল এলে
তোমাদের ওই ছাদ হতে
কত ছোট ছাদ!
এদিকে ওদিকে বড়জোর দশ-বারো হাত
হবে কোনোমতে
তোমরা পাও না আহা, বিশাল মাঠের বুকে
নিজেকে হারিয়ে ঘুড়ি ওড়ানোর স্ব্বাদ;
যেখানে ঘুড়িরা, যদি যেতে চায়, যেতে পারে
অনন্ত নীল পথে বাতাসের রথে
তোমরা জানো না আহা, সে মাঠ কত বড়
রাখো না তো তার সংবাদ।
তোমরা ওড়াও ঘুড়ি তোমাদের ছাদ হতে
বড় ছোট ছাদ।

তোমাদের ছাদ হতে তোমাদের ঘুড়ি ওড়ে
লাটাইয়ের গোলাকার ইচ্ছেতে
তোমরাও, ঘুড়ির মতন উড়ে যেতে যেতে যেতে
মনে মনে ভাবো, দূরে...আরও দূরে উড়ে চলে যাব
একদম পৃথিবীর সীমানা ছাড়িয়ে
বিশাল আকাশ যেন তোমাদের দিকে চেয়ে
স্বপ্নের মতো হাত রয়েছে বাড়িয়ে।

ঘুড়িরা সুতোর টানে তির তির কাঁপে আর ঝর ঝর ঝর ঝর কাঁদে
তোমরাও যেতে চাও ঘুড়িদের সাথে সাথে উড়ে আনমনে
কিংবা হারাতে চাও ছাদ থেকে ডানে বাঁয়ে, সামনে পেছনে
কাছ থেকে দূরে;
তোমরা পারো না আহা, ফিরে আসো ঘুরে
ঠিক জানো, আটকা পড়েছ এই দশ-বারো হাত মোটে ছাদে
যেমন ঘুড়িরা থাকে লাটাইয়ের ঘোরপ্যাঁচে
আটকে সুতোর সরু ফাঁদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন