জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

যে তুমি কিশোর (কিশোর কবিতা)

মেঘনা পাড়ের উদাসী বটের ছায়ায়
যে তুমি বাজাও বাঁশিতে গহীন সুর
সে তুমি জান না কেমন মোহিনী মায়ায়
হাতের মুঠোয় ভরেছ সারা দুপুর;
যে তুমি নিজেকে উজাড় করেছ
মাঠে প্রান্তরে  ছড়িয়ে পড়েছ
মুখরিত করে  বাতাসের গতি
পরিয়ে পায়ে নুপুর;
সেই সে নুপুর নিক্কণে বাজে নদী ও সমুদ্দুর।

 যে তুমি বাজাও নিজেকে হারিয়ে বাঁশিতে আপন সুর
 মেঘনা পাড়ের উদাস দুপুরে মায়াবী মাঠের ছেলে
 তোমার মন কি ঘরহারা এক ব্যথিত চিলের দূর
ছায়ার মতন  নদী মাঠ ছেড়ে দিগন্তে পাখা মেলে!
তুমি  কি জান না পায়ের তলার
মাটি সরে যায় ঘোলাটে গলার
গর্জন  এসে তোমাকে নিঠুর দৈত্যের মত গেলে
তবু কি তুমি সে বাঁশিটি বাজাবে মায়াবী মাঠের ছেলে?

 তোমার বাঁশির সুরে কেঁপে ওঠে নদী ও সমুদ্দুর
 তোমার বাঁশির সাথে সাথে কাঁদে উদাস সারা দুপুর
 তোমার সুরেরা ধোঁয়ার মতন ছুঁতে চায় মেঘপুর--
জান কি তা কতদূর?

 যে তুৃমি কিশোর সে বাঁশি বাজাও
মুক্তো মণির সোহাগে সাজাও
সুরের রঙিন পাপড়ি সে তুমি
যাবে বলো কতদূর?
 তোমার ঠিকানা তুমি কি জান ওই শূন্যের মত দূর?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন