জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

আকন্দ ফুল

কোন আনন্দে ফুটলে তুমি আকন্দ ফুল
পথের পাশে ধূলিধূসর গন্ধবিহীন
তীব্র রোদে ঝলসে যাওয়া ঘোলাটে চোখ
তোমায় দেখে খুব সাধারণ রুক্ষ শ্রীহীন।

শিল্পপতির বাগান জুড়ে ক্রিসেনথিমাম
শিল্প হয়ে কাড়ছে সবার নজর, নিপুণ
গোলাপ আনে ভালোবাসার কারচুপি, হায়
গন্ধবিহীন ধূলিধূসর তোমার কী গুণ!

তুমি তো স্রেফ নিস্তরঙ্গ আকন্দ ফুল
তীব্র রোদে ঝলসে যাওয়া রুক্ষ মাঠের
ভাঙা আলের ফাঁক ফোকরে দুর্বা ঘাসের
আবেষ্টনে মন ভরেছ নরম কাঠের।

প্রজাপতির পাখার কাঁপন তোমার মুখে
ফোটে না তো রঙ বেরঙের দৃশ্যপটে
গন্ধবিহীন বর্ণবিহীন আকন্দ ফুল
নির্জনতার নীরব বিশাল নিঃস্ব পটে।

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

আমার মৃত্যুতে

আমার মৃত্যুতে জানি একটি পাতাও
খসে পড়বে না পৃথিবীর কোনো গাছ থেকে
একটি পোকাও তার পাখা নাড়া থামাবে না
সামান্য শোকে
আমার জীবন মহা সময়ের অগোচর
অর্থহীন ক্ষণ
নিরানন্দ নিরানন্দ....নিরর্থক
জীবন যাপন।

অথচ নিজেকে নিজে কী প্রচণ্ড ভালোবাসি!
আকাশ নক্ষত্র মহাসমুদ্র সাধ্যহীন
উপমায়
অতলান্ত অসীমতা ধরে না ব্রহ্মাণ্ড তার
দোর্দণ্ড ব্রহ্মত্বে, তবু
কী হীনতায় বেঁচে আছি সারাক্ষণ...আহা!
আমার মৃত্যুতে এক ফোঁটা বৃষ্টিও থামবে না ধারাপাত থেকে।

সময়ের অগোচর প্রতি পল অনুপলে সামান্য জীবন
অতলান্ত অনুষঙ্গে নেহাত শিশির ফোঁটা
তবু কী বিশাল!
নিমেষে আলোকবর্ষ লাফিয়ে পেরোতে চায়
সমস্ত সূর্যের
অকল্প উজ্জ্বলতাকে শুষে নিয়ে স্থির
আমিই পৃথিবী, এই চাঁদ-সূর্য, নক্ষত্র বাতাস
আমার মৃত্যুতে সব ধ্বংস হয়ে যাবে
যতদিন বেঁচে আছি
পৃথিবীতে আমিই একমাত্র সত্য
তার চেয়ে বড় সত্য নেই।