জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

আকন্দ ফুল

কোন আনন্দে ফুটলে তুমি আকন্দ ফুল
পথের পাশে ধূলিধূসর গন্ধবিহীন
তীব্র রোদে ঝলসে যাওয়া ঘোলাটে চোখ
তোমায় দেখে খুব সাধারণ রুক্ষ শ্রীহীন।

শিল্পপতির বাগান জুড়ে ক্রিসেনথিমাম
শিল্প হয়ে কাড়ছে সবার নজর, নিপুণ
গোলাপ আনে ভালোবাসার কারচুপি, হায়
গন্ধবিহীন ধূলিধূসর তোমার কী গুণ!

তুমি তো স্রেফ নিস্তরঙ্গ আকন্দ ফুল
তীব্র রোদে ঝলসে যাওয়া রুক্ষ মাঠের
ভাঙা আলের ফাঁক ফোকরে দুর্বা ঘাসের
আবেষ্টনে মন ভরেছ নরম কাঠের।

প্রজাপতির পাখার কাঁপন তোমার মুখে
ফোটে না তো রঙ বেরঙের দৃশ্যপটে
গন্ধবিহীন বর্ণবিহীন আকন্দ ফুল
নির্জনতার নীরব বিশাল নিঃস্ব পটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন