জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

আর তুমি নিহত হলে (কবিতা)




ফিরে যেতে যেতে একবার
শেষবার তাকালাম।
পেছনে কী? লোহিত সাগর
আমার হৃদয় থেকে ক্ষরিত রক্তের?
নাকি চাঁদ দীর্ঘ অন্ধকারের জরায়ু
ছিঁড়ে ফেড়ে বেরিয়ে এসেছেÑ
চাঁদ আর রক্তের রঙ মিশেছে কি?

সে বড় বিস্ময়!
তা হলে বিশ্বাস তার তীরে দাঁড়িয়ে তো
কাঁপবেই। চাঁদ আর রক্তের রঙ
মিশে গেলে কেমন রঙিন হবে
আর শূন্যতায় বিশ্বাস কী রঙে মূর্ত হবে?
আর এই পেছনে যে তাকালাম
আমি কি বিশ্বাস আর অবিশ্বাসকে তাদের
নিজস্ব রঙ দেখে চিনতে পারি!
"মানুষ কাউকে চায় তার সে নিহত উজ্জ্বল
ঈশ্বরের পরিবর্তে...."
হা ঈশ্বর!
আমি কাকে চাই
তোমাকে না তাকে?
আর তুমি নিহত হলে
বারবার নিহত হলে
সেও মরে যায়
ডুবে যায় মরাচাঁদ
বারবার লোহিত সাগরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন