জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ২ নভেম্বর, ২০১১

তোমার চলার পথ (কিশোর কবিতা)


তোমাকে দেখেই যদি পাখিরা তাদের গান থামিয়ে
দিতে চায় দিক তবে, তুমি কিছু বোলো না তাদের
ফুলেরা পাপড়ি বুজে হাসিমুখ নেয় যদি নামিয়ে
নিক তারা, কী আছে বলার তাতে? তারাদের
আসরে না-ই বা গেলে
চাঁদের প্রদীপ জ্বেলে
আকাশ অন্ধকারে তোমার চলার পথ আলোকিত না যদি করে
তুমি থেমে যেয়ো না তো--পাহাড়ের কাছে যাও, জেনে  নাও
হাজার বছর ধরে নিজের মতন করে নিজেকে বাঁচাতে হয় কী করে
কীভাবে গাছের মতো মাটিকে আপন ভেবে দাঁড়িয়ে থাকতে হয় শিকড়ে?

তুমি গান গেয়ে যাও, ঝরনা ঘুমিয়ে যদি
থাকে থাক--ক্ষতি কী তাতে?
নদীরা নীরবে বয়ে গেলে যাক
মায়াবী রাতে
ঘুমের গহীনে এসে মোহিনী স্বপ্ন বীণা না-ই বা বাজাক
সোনালি রোদের রেখা যদি না ফোটেও কোনো কালো প্রভাতে
কী হবে তাতে?
তোমাকে তো যেতে হবে চেনার সীমানা ছেড়ে
অচেনার অঙ্গনে অসীম রাতে।

হাজার রজনী ধরে বাঁচার স্বপ্ন নিয়ে
পথ হাঁটে একাকিনী শাহেরজাদী
গল্প ফুরিয়ে গেলে স্বপ্ন হারিয়ে যাবে
জীবন যে হবে তামাদি
আরবের মরু ছেড়ে ইরাক ইরান আর ভূমধ্য সাগরের তীরে
নীলের মোহনা হতে মিসিসিপি আমাজান ইয়াংসি যমুনার চরে
পৃথিবীর সমস্ত মহাদেশ ঘিরে
হাঁটছে শাহেরজাদী জীবনকে ভালোবেসে, তার মতো তুমি
তুমিও এগিয়ে চলো তোমার চলার পথে
হে পথিক জীবনবাদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন